চেক জালিয়াতির মামলায় সাবেক ইউপি
চেয়ারম্যান কারাগারে
মাটি মামুন রংপুর
চেক জালিয়াতির মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি রংপুরের গঙ্গাচড়া উপজেলার বেতগাড়ি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তারের পর শনিবার (২৯ এপ্রিল)
আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে,শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নগরীর চেকপোস্ট এলাকা থেকে সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লিপ্টনকে
গ্রেপ্তার করে কোতোয়ালি থানা পুলিশ।
গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) হোসেন আলী জানান, চেক জালিয়াতির মামলায় সাজাপ্রাপ্ত
হওয়ায় এবং আরও বেশ কয়েকটি মামলায় ওয়ারেন্টভুক্ত থাকায় অভিযান চালিয়ে কামরুজ্জামান লিপ্টনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর শনিবার দুপুরে তাকে
আদালতে নেওয়া হয়।পরবর্তীতে বিচারক তাকে কারাগারে পাঠানোর
নির্দেশ দিয়েছেন।