মোঃখোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
শনিবার (১৮ ফ্রেব্রুয়ারি ২০২৩) সকাল ১০ ঘটিকায় (বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শাখা সংগঠন) চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি কর্তৃক আয়োজিত (১৯৯৫ থেকে ২০২২ সাল পর্যন্ত চৌদ্দগ্রামের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয় থেকে অবসরপ্রাপ্ত শিক্ষকগণের) বিদায়
সংবর্ধনা অনুষ্ঠিত হয়। চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মজিবুর রহমান বাবলুর সঞ্চালনায় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ত্ব করেন আবদুল জলিল রিপন, সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতি।
প্রধান অতিথি মোঃ মুজিবুল হক এমপি, সাবেক মন্ত্রী, রেলপথ মন্ত্রণালয় ও সাধারণ সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগ। বিশেষ অতিথি আবদুস ছোবহান ভূঁইয়া চেয়ারম্যান চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ ও সভাপতি চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ, জি এম মীরহোসেন মীরু, মেয়র চৌদ্দগ্রাম পৌরসভা ও সহ সভাপতি
উপজেলা আওয়ামী লীগ। এমরানুল হক কামাল (ভার্ড কামাল) জেল পরিষদ সদস্য , তানভীর হোসেন উপজেলা নির্বাহী অফিসার, মোঃআবদুল মন্নান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, রহমত উল্যাহ বাবুল, সাধারণ সম্পাদক চৌদ্দগ্রাম উপজেলা আওয়ামীলীগ, গাজীউল হক চৌধুরী সাধারণ সম্পাদক বাংলাদেশ প্রাথমিক শিক্ষক
সমিতি কেন্দ্রীয় কমিটি, নান্টু দেবনাথ দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামী লীগ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার বিভিন্ন উপজেলার শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, উপজেলার ইউপি চেয়ারম্যান ও কাউন্সিলরবৃন্দ, সৈনিক লীগ, সেচ্ছাসেবক লীগ, শিক্ষকদের আর্থিক সহযোগিতা করা প্রতিষ্ঠান (কাল্ভ) সাধারণ সম্পাদক সাইফুল
আলম ও অন্যান্য সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে উপস্থিত প্রবীন ও নবীন শিক্ষকদের মনোরঞ্জনে সংগীত পরিবেশন করেন কুমিল্লা শিল্পকলা একাডেমির প্রশিক্ষক ও চৌদ্দগ্রাম নবধারা সংগীত একাডেমির সভাপতি একরামুল হক ও নবধারা সংগঠনের শিল্পীবৃন্দ।