খোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
চৌদ্দগ্রামের সরকারি খাদ্যগুদামে সংগ্রহ হয়নি এক কেজি ধান। য়দিও এবার ৯৩৬ টন ধান সংগ্রহের লক্ষমাত্রা নির্ধারণ করা হয়েছে। কিন্তু ধান সংগ্রহের সময়সীমা ২৮ ফেব্রুয়ারি থাকলেও এর বিপরীতে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত সংগ্রহ হয়নি এক কেজি ধান।
কয়েকজন কৃষক জানান,খাদ্যগুদামে একটু কম শুকনো ধান হলে নিতে চায়না। তখন ধান নিয়ে আবার ফেরত আসতে হয়। অতিরিক্ত পরিবহন খরচ গুনতে হচ্ছে কৃষককে। তারা আরো জানান,সরকারি
দামের চেয়ে বাজারদাম বেশি হওয়ায় এবারের আমন মৌসুমে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় এক ছটাক ধানও সংগ্রহ করতে পারেনি স্হানীয় খাদ্য বিভাগ। তবে চাল সংগ্রহ হয়েছে মোটমুটি। সরকারি ভাবে ধান সংগ্রহ মুল্যের চেয়ে বাজারমুল্য বেশি হওয়ার কারনে সরকারি খাদ্য গুদামে বিক্রির আগ্রহ নেই কৃষকদের।
এ ব্যাপারে চৌদ্দগ্রাম উপজেলার সরকারি গোডাউনের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল বাতেন জানান,আমন মৌসুমে সরকারি খাদ্যগুদামে কোনো ধান সংগ্রহ হয়নি। তবে চালকল মালিকদের কাছ থেকে চাল সংগ্রহ করা হয়েছে।