বিজ বিতরণ কালে-সত্যকন্ঠ
খোরশেদ আলম,বিশেষ সংবাদদাতা:
কুমিল্লার চৌদ্দগ্রামে ২০২২-২০২৩ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বোরো ধান বীজ বিতরণের কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার ( ৭ ডিসেম্বর) বেলা ১১টায় উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা কর্মসূচির বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, চৌদ্দগ্রাম পৌরসভার মেয়র জি এম মীর হোসেন মীরু।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সুব্রত রায়ের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আব্দুল হালিম,উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা নাজমুল হাসান মজুমদার,উপ-সহকারী কৃষি কর্মকর্তা শাহ আলম মজুমদার, উপসহকারী কৃষি কর্মকর্তা আশিকুর রহমান, মামুন মিয়াসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা কৃষি কর্মকর্তা সুব্রত রায় জানান, উপজেলা ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভার ৪ হাজার প্রন্তিক কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড (এসএল-৮এইচ) জাতের বোরো ধান বীজ বিতরণ করা হয়েছে।