জয়পুরহাট- ০২ আসনে আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী হীরকের গনসংযোগ
মুনছুর রহমান- কালাই,(জয়পুরহট)প্রতিনিধিঃ
জয়পুরহাট জেলার কালাই, ক্ষেতলাল, আক্কেলপুর নিয়ে গঠিত জাতীয় সংসদীয় নির্বাচনি এলাকা- জয়পুরহাট- ০২, অাগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন প্রত্যাশী জয়পুরহাট জেলার কালাই উপজেলার উদয়পুর ইউনিয়নের তালোড়া বাইগুনি গ্রামের মোঃ আলেক উদ্দিনের পুত্র এলাকার কৃতি সন্তান মোঃ তাজমহল হীরক। সে রাজশাহী বিশ্ব বিদ্যালয়ে গনযোগাযোগ ও সাংবাদিকতা(বিএস এস,এম এ) এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সাবেক সহ সভাপতি। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় উপ -কমিটির সহ- সম্পাদক হিসাবে দায়িত্বে থাকায় এলাকায় ব্যাপক সমাজ সেবার পাশাপাশি দলীয় ও সামাজিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছেন। চলতি সপ্তাহে তিনি কালাই ও ক্ষেতলাল উপজেলার বিভিন্ন হাট বাজার, ব্যাক্তি প্রতিষ্ঠানে, পাড়ায় মহল্লায় ব্যাপক গন সংযোগ চালিয়ে যাচ্ছেন। নির্বাচনি এলাকার জনসাধারনের ব্যাপক সাড়া পাচ্ছেন। তিনি আমাদের প্রতিনিধিকে বলেন দলীয় মনোনয়ন পেলে ব্যাপক ভোটে বিজয়ি হবেন বলে আশাবাদী।