অনলাইন ডেক্স:
জাপানের পরিত্যক্ত গুনকাঞ্জিমা দ্বীপের অনেকগুলো জনমানবহীন ভুতুড়ে ভবন। একসময় এখানে অনেক জনবসতি গড়ে উঠেছিল সাগরের তলদেশে কয়লাখনির জন্য। ১৬ একরের এই দ্বীপে জনসংখ্যা সর্বোচ্চ হয়েছিল ৫,২৫৯ জন, সেটাও ১৯৫৯ সালে।
১৯৭৪ সালের দিকে কয়লা ফুরিয়ে আসতে থাকলে বাসিন্দারা দ্বীপ ছেড়ে চলে যেতে থাকেন। এভাবেই একসময় জনশূন্য হয়ে পড়ে দ্বীপটি।
২০০০ সালের দিকে পরিত্যক্ত এই দ্বীপের ঐতিহাসিক গুরুত্ব বিবেচনায় একে নিয়ে আবার জনমনে আগ্রহ জন্মাতে থাকে, লোকজন এখানে ঘুরতে আসা শুরু করে। অবশেষে ২০০৯ সাল থেকে ট্যুরিস্ট স্পট হিসেবে পুনরায় যেন জীবন ফিরে পায় গুনকাঞ্জিমা দ্বীপ।
সংগৃহীত