জামালপুরের বিদ্যালয়ের কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদরের মেষ্টা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি বাতিল ও প্রধান শিক্ষকের শাস্তির দাবিতে বিদ্যালয় চত্বরে বিক্ষোভ সমাবেশ ও সংবাদ সম্মেলন করেছে অভিভাবকরা।
আজ সকালে বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যায়।
আজ সকালে বিক্ষোভ চলাকালে বিদ্যালয়ে তালা লাগিয়ে দেন অভিভাবকরা। এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বিদ্যালয় ছেড়ে চলে যায়।
সংবাদ সম্মেলনে অভিভাবকরা অভিযোগ করেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহায়তায় প্রধান শিক্ষক মোখলেছুর রহমান বিদ্যালয়ের তিনটি নিয়োগে দুর্নীতির মাধ্যমে ৪২ লাখ টাকা আত্মসাত করেছে। কমিটির মেয়াদ শেষে গোপনে এডহক কমিটি গঠন করেছে।
অভিভাবকদের বিক্ষোভের সময় সাবেক সভাপতি ও প্রধান শিক্ষকের পক্ষের লোকজনের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
জামালপুর সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন জানান, দুর্নীতির অভিযোগ পেয়ে তিনি বিদ্যালয় পরিদর্শনে এসেছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থার আশ্বাস দেন তিনি।
অভিযুক্ত প্রধান শিক্ষক মোখলেছুর রহমান সাংবাদিকদের সাথে এ বিষয়ে কথা বলতে রাজি হননি।








