জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে চারজনের মৃত্যু
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহে বন্যার পানিতে গোসল করতে গিয়ে একই বাড়ির দুই শিশুসহ চার জনের মৃত্যু হয়েছে। রোববার (১৪ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুরচরে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দক্ষিন বালুরচর গ্রামের বাবু শেখের স্ত্রী রোকসানা আক্তার (৩৫), দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), গোলাপ হোসেনের মেয়ে খাদিজা (১১) ও সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১১)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, বিকেল ৫টার দিকে গৃহবধূ রুকসানাসহ পাঁচজন মিলে বাড়ির পাশে গ্রামের ফসলি জমিতে জমে থাকা বন্যার পানিতে গোসল করতে যায়। বন্যার পানিতে গোসল করতে নেমে প্রথমে ডুবে যায় সাদিয়া ও খাদিজা। পরে তাদের উদ্ধার করতে গিয়ে পানিতে ডুবে যান দিশা ও গৃহবধূ রোকসানা। এ সময় তাদের সঙ্গে থাকা শিশু মারিয়া পানি থেকে উপরে উঠে ডাক চিৎকার শুরু করে। পরে স্থানীয়রা এসে গৃহবধূসহ চারজনের মরদেহ উদ্ধার করে।
এদিকে একসাথে ৪ জনের মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠছে পুরো এলাকা।
মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজু আহম্মেদ জানান, পানিতে ডুবে চারজনের মৃত্যু হয়েছে, এমন খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ সুরতহাল রিপোর্ট সম্পন্ন করা হয়েছে। নিহতদের পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।