জামালপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিলেন এক নারী, হাসপাতালে তিন সন্তানের মৃত্যু
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুরে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন খুশি বেগম নামের এক নারী।আজ বুধবার সকালে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নরমাল ডেলিভারির মাধ্যমে তিন পুত্র সন্তান ও এক কন্যা সন্তান জন্ম দেন তিনি।
পরে উন্নত চিকিৎসার জন্য জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠানো হয় খুশি ও তার চার শিশু সন্তানকে। এর মধ্যে জামালপুর জেনারেল হাসপাতালে দুই ছেলে শিশু ও ১ কন্যা শিশুর মৃত্যু হয়েছে অপর এক ছেলে শিশু নিবিড় পর্যবেক্ষন কক্ষে চিকিৎসাধীন রয়েছে। তার অবস্থাও আশংকাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। তবে মা খুশি বেগম সুস্থ রয়েছেন।
খুশি বেগম ইসলামপুর উপজেলার চিনাডুলি ইউনিয়নের গুঠাইল বাজার এলাকার দিনমজুর শফিকুল ইসলামের স্ত্রী।
জামালপুর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে শিশু বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. মোহাম্মদ মাসুদুর রহমান জানান, গর্ভধারনের মাত্র ২৫ সপ্তাহের মধ্যেই বাচ্চাগুলোর জন্ম হয়। বাচ্চাগুলোর জন্মের সময় ওজন ছিল ৬শ থেকে সাড়ে ৭শ গ্রাম।
ইসলামপুর থেকে জামালপুর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পরে ৩ টি বাচ্চার কোন লাইফ সাইন পাওয়া যায়নি। এখনো একটি ছেলে বাচ্চা বেচে রয়েছে তার অবস্থাও আশংকাজনক। তাকে বিশেষায়িত নবজাতক সেবা কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।