জামালপুরে গাড়ী চালক মেহেদী হাসান টিটুর হত্যার বিচারের দাবিতে সংবাদ সম্মেলন
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে লেগুনা চালক মেহেদী হাসান টিটুর হত্যাকান্ডের সঠিক তদন্ত করে বিচারের দাবীতে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার।
আজ মঙ্গলবার সকালে পৌর শহরের লাঙ্গলজোড়া এলাকায় এই সংবাদ সম্মেলন করেন তার পরিবার।
এ সময় নিহত টিটুর মা কহিনুর বেগম অভিযোগ করে বলেন, বেশ কিছু দিন ধরে আমার ছেলে টিটুর দাম্পত্য কলহ চলছিল। গত ১ আগষ্ট ঢাকা থেকে জামালপুর পৌর শহরের বাগেরহাটে তার শ্বশুরবাড়িতে স্ত্রী সাদিয়ার সাথে দেখা করতে গেলে টিটুকে তার শ্বাশুড়ি অনু বেগম, স্ত্রী সাদিয়া, অনু বেগমের সহযোগী ডিপজলসহ বেশ কয়েকজন বেধড়ক মারধর করে। পরে আশংকাজনক অবস্থায় টিটুকে এম এ রশিদ হাসপাতালে ফেলে যায়। পরে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তবরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। টিটুর চার বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এই ঘটনার সাথে জড়িত সকলকে দ্রুত গ্রেফতার করে শাস্তির দাবি জানান তারা। এসময় উপস্থিত ছিলেন নিহত টিটুর মামা মাসুদ রানা সহ পরিবারের অনান্য সদস্যরা।
এ ব্যাপারে জামালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর বলেন, এটি একটি অপমৃত্যু মামলা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট আসেনি। রিপোর্ট আসলে চলমান মামলা অনুযায়ী মামলাটি গ্রহণ করা হবে।