জামালপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সরঞ্জাম বিতরণ
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
আজ শনিবার বেলা ২টা থেকে সদর উপজেলা কমপ্লেক্স থেকে স্বচ্ছ ব্যালট বাক্স, সিল, অমোচনীয় কালিসহ অন্যান্য নির্বাচনী সরঞ্জাম বিতরণ করা হয়। ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত সহকারি প্রিজাইডিং অফিসারগণ এসব নির্বাচনী সামগ্রী বুঝে নেন। পরে আইন-শৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তায় বিভিন্ন ভোটকেন্দ্রে এসব সরঞ্জাম পাঠানো হয়।
আগামীকাল জেলার ৫টি সংসদীয় আসনের ৬২০টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হবে, যা বিরতিহীনভাবে চলবে বিকেল ৪ টা পর্যন্ত। ৫টি আসনে আওয়ামী লীগ, জাতীয় পার্টি, স্বতন্ত্রসহ ১০টি রাজনৈতিক দলের মোট ২৭ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। মোট ১৯ লাখ ৯৯ হাজার ৯৬৬ জন ভোটার ব্যালট পেপারের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। নির্বাচনের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ২৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১০ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটসহ সেনাবাহিনী, বিজিবি, র্যাব, পুলিশ ও আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন।