জামালপুরে বৃদ্ধ শামছুল হককে বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন
মো: শামীম হোসেন,জামালপুর প্রতিনিধি:
জামালপুর পৌরসভার হরিপুর ফতেপুর নয়াপাড়া এলাকার শামছুল হক নামে একজন বৃদ্ধাকে তার বসতভিটা থেকে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভূগি ও তার পরিবার।
আজ সোমবার দুপুরে জামালপুর শহরের জজ কোর্ট চত্তরের সামনে সংবাদ সম্মেলনের আয়োজন করেন ভোক্তভোগি শামছুল হক ও তার পরিবার। লিখিত বক্তব্যে শামছুল হক অভিযোগ করে বলেন, তার পিতা মৃত হোসেন আলী, এলাকার মোঃ আব্দুল জব্বার তার মাতা জামিরুননেছা বিবি’র নিকট থেকে ১৯৪৫ সালে ৬ শতাংশ জমি ক্রয় করে নেন। পরে অন্যত্র থেকে আরও ৬ শতাংশ ক্রয় করেন তিনি।
পরে তিনি সেই জমি থেকে ৩ শতাংশ জমি বিক্রি করে দেন। বাকী ৯ শতাংশ জমি তিনি বসতবাড়ি করে দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছিলেন। আগের কওলা কৃত জমি খানি ভুলে অভিযুক্ত আব্দুল জব্বার গংদের মায়ের নামে বিআরএস রেকর্ড হওয়ায় তারা সমস্যা সৃষ্টি করছে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ফজলুল হক আকন্দ বিষয়টি মিমাংসার কথা বলে টাকা নেয় বলে অভিযোগ করেন। এ ব্যাপারে জামালপুরের জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দিয়েছে শামছুল হক।
এ বিষয়ে কাউন্সিলর ফজলুল হক আকন্দ জানান টাকার বিষয়ে আমি কিছু জানিনা তবে শালিসের মাধ্যমে বিষয়টা মিমাংসা করার চেষ্টা করেছিলাম বাদী ও বিবাদী বিজ্ঞ আদালতে মামলা করায় তারা শালিস না মানলে আমরা বিষয়টি মিমাংসা করতে পারিনি।তারা কারো প্ররোচনায় আমাকে হেও প্রতিপন্ন করার জন্য এসব মিথ্যা কথা বলছেন।