জামালপুরে মাদরাসা থেকে ৩ জুয়ারি আটক
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
জামালপুর সদর উপজেলার নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসা থেকে জুয়া খেলা অবস্থায় তিন জুয়ারিকে আটক করেছে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ। রবিবার রাত ৯ টার দিকে মাদরাসার চারতলা ভবন থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো, আই এফ আই সি ব্যাংকের নরুন্দি শাখার কর্মচারি ব্রহ্মত্তর এলাকায় সোহরাব আলী আকন্দের ছেলে মো. শাহিন আকন্দ (৪২), একই এলাকার মোস্তাফিজুর রহমানের ছেলে শাহিনুর রহমান (৩৩), মো. মোয়াজ্জেম হোসেন ছেলে মো. রফিকুল ইসলাম (৩০)।
জানা যায়, নরুন্দি ফয়েজিয়া সিনিয়র মাদ্রাসার নির্মানাধীন চারতলা ভবনে দীর্ঘদিন থেকে একটি চক্র জুয়ার আসর বসিয়ে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নরুন্দি তদন্ত কেন্দ্রের পুলিশ রবিবার রাতে সেখানে অভিযান পরিচালনা করে। এসময় জুয়া খেলা অবস্থায় ৩ জনকে আটক করে পুলিশ এবং বাকিরা পুলিশের উপস্থিত পেয়ে পালিয়ে যায়।
নরুন্দি তদন্ত কেন্দ্রের ইনচার্জ নূর মোহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।