জামালপুরে লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী পূর্বাচল লায়ন্স ফ্যামিলীর উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্প ও ঢেউটিন বিতরণ করা হয়েছে
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি:
আজ শনিবার বিকালে জামালপুর সদর উপজেলার শরিফপুর ইউনিয়নে পিঙ্গলহাটি এলাকায় আশরাফুল উলুম নূরানী হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় লায়ন্স ক্লাব অব ঢাকা ধলেশ্বরী পূর্বাচল লায়ন্স ফ্যামিলী এই ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করে।
এসময় লায়ন্স জেলা ৩১৫ বি২ বাংলাদেশ জেলা হেডকোয়ার্টার লায়ন জাফর ইকবাল .জেলার সাবেক রিজন চেয়ারপার্সন লায়ন সেলিনা আক্তার. ক্লাব সেক্রেটারি লায়ন মির্জা মাসুদুর রহমান. ক্লাব উপদেষ্টা লায়ন অধ্যক্ষ আব্দুস সালাম চৌধুরী ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন ডাক্তার এ এ এম আবু তাহের, ক্লাব ভাইস প্রেসিডেন্ট লায়ন খাজা ওয়াছি উল্লাহ. লায়ন রিয়াজুর রহমান রিয়াজ. লায়ন শাকির আহমেদ উক্ত মাদ্রাসার মুহতামিম মাওলানা ও হাফেজ মুফতি মানসুর রহমান মাদ্রাসা শিক্ষক মাওলানা মুফতি আকিব মাহমুদ. হাফেজ সানোয়ার হোসেন এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে দুপুরে মাদ্রাসার ছাত্র ও এতিমদের মাঝে দুপুরে খাবার বিতরণ করা হয়।
এসময় মাদ্রাসার শিক্ষার্থীদের বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান ও মাদ্রাসার জন্য ঢেউটিন বিতরণ করা হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন নায়ন্স ক্লাবের পক্ষ থেকে এ ধরনের কাজ সারাদেশে অব্যাহত রয়েছে। তারই ধারাবাহিকতায় আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্প ও মাদ্রাসার উন্নয়নের জন্য ঢেউটিন বিতরণ করা হচ্ছে এবং এ ধরনের কাজ চলমান থাকবে বলে জানান তারা।