জামালপুরে শান্তি পূর্ন পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু
মোঃ শামীম হোসেন, জামালপুর প্রতিনিধি
জামালপুর -৫ সদর আসনে ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর নির্বাচনী ক্যাম্প ভাংচুর, মিথ্যা মামলা দিয়ে হয়রানী, ঈগল প্রতীকের ভোটারদের ভয়ভীতি প্রদর্শন ও ভোট কেন্দ্রে না যাওয়ার হুমকি এবং শান্তি পূর্ন পরিবেশে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের দাবীতে সংবাদ সম্মেলন করেছে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু ।
আজ দুপুরে শহরের তমালতস্থ আওয়ামীলীগ কার্যালয়ে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু। তিনি অভিযোগ করেন, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মির্জা আজম, জামালপুর-৫ আসনের নৌকার প্রার্থী আবুল কালাম আজাদের নির্দেশে স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনুর ঈগল প্রতীকের নির্বাচনী প্রচার কেন্দ্র ভাঙচুর, কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানী, পোলিং এজেন্টদের হুমকি দিচ্ছেন। নির্বাচনের আচরণবিধি লঙ্ঘন করে এসব করে ভোটের পরিবেশ নষ্ট করা হচ্ছে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও উৎসবমূখর পরিবেশে ভোট গ্রহণ করতে তিনি প্রধান নির্বাচন কমিশনারে হস্তক্ষেপ কামনা করেন। এসময় ঈগল প্রতীকের প্রধান সমন্বয়কারী আছাদুজ্জামান আকন্দ বাবুসহ দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।