জুভেনাইল ভয়েস ক্লাবের উদ্যোগে জাতীয় যুব দিবস ২০২৩ উদযাপন উপলক্ষে ৱ্যালী ও আলোচনা সভা সম্পন্ন
মোহাম্মদ: আমিন উল্লাহ;কক্সবাজার:
১ নভেম্বর ২০২৩ জাতীয় যুব দিবস উদযাপন উপলক্ষে এবারের প্রতিপাদ্য বিষয় স্মার্ট যুব সমৃদ্ধ দেশ, বঙ্গুবন্ধুর বাংলাদেশ স্লোগানগানকে সামনে রেখে জেলার ঐতিহ্যবাহী শিক্ষা ও সমাজসেবামূলক অরাজনৈতিক যুব সংগঠন জুভেনাইল ভয়েস ক্লাবের সভাপতি একেএম রিদওয়ানুল করিম, ও সাধারণ সম্পাদক এসএমডি মনির মিয়া নেতৃত্বে ৱ্যালী ও আলোচনা সভা কক্সবাজার জেলা প্রশাসন কার্যালয়ের সামনে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ১১ ঘটিকায় অনুষ্ঠিত ৱ্যালী ও আলোচনা সভায় সভাপতি একেএম রিদওয়ানুল করিম বলেন জুভেনাইল ভয়েস ক্লাবটি ২০০৮ সাল থেকে অদ্যাবদি পর্যন্ত মানুষের কল্যাণে কাজ করে আসছে। যে কোন দূর্যোগে সবার আগে মানুষের পাশে দাঁড়ানো জুভেনাইল ভয়েস ক্লাব শিক্ষা ও সমাজসেবামূলক কাজের মাধ্যমে আজ সমগ্র কক্সবাজারে সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে।
করোনাকালীন সময়ে জেলা ব্যাপী মানবিক কাজ করায় ২০২১ সালে সংগঠনটি জেলার শ্রেষ্ঠ সংগঠন হিসেবে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় থেকে পুরষ্কৃত হয়। তিনি আরো বলেন বেকার যুবক যুবতিদের প্রশিক্ষণের মাধ্যমে আত্মকর্ম সংস্থান সৃষ্টি, অসহায় পরিবারের মাঝে শীত বস্ত্র বিতরণ, খাদ্য সহায়তা প্রদান, গরিব মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী বিতরণসহ নানা সামাজিক, সাংস্কৃতিক ও ক্রীড়ামূলক অনুষ্ঠান, মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টিসহ জঙ্গিবাদ ও সন্ত্রাস দমনে কাজ করে আসছে সংগঠনটি।
প্রতি বছরের ন্যায় এ বছরও ৱ্যালী ও আলোচনা সভার মাধ্যমে জাতীয় যুব দিবস উদযাপন করতে পারায় তিনি ক্লাবের সকল সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন।