জিয়াউর রহমান,স্টাফ রিপোর্টার
ঝিনাইদহ সদরের হাটগোপালপুর ও গোয়ালপাড়া বাজারে পৃথক সড়ক দুর্ঘটনায় কায়ুম ফকির (১৭) নামে এক বালকের মৃত্যু হয়েছে।
এতে আহত হয়েছে অন্তত ১৫ জন। শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। নিহত কায়ুম ফকির বরিশালের গৌরনদী উপজেলার বেজগাতী গ্রামের শহর আলী ফকিরের ছেলে। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঝিনাইদহ ফায়ার সার্ভিসের সাব-স্টেশন অফিসার রউফ মোল্লা জানান, সকাল সাড়ে ৬ টার দিকে একটি ট্রাক মাগুরা থেকে ঝিনাইদহের দিকে আসছিল। পথিমধ্যে হাটগোপালপুরে দাড়িয়ে থাকা একটি ট্রাকে নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয়। এতে ঘটনা স্থলেই হেলপার কায়ুম ফকির মারা যায়।
অন্যদিকে সকাল ১০ টার দিকে ঝিনাইদহ থেকে একটি বাস মাগুরার দিকে যাচ্ছিল। পথিমধ্যে গোয়ালপাড়া বাজারে পৌছালে বাসের চাকা ফেটে সামনের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এতে বাসযাত্রীসহ অন্তত ১৫ জন আহত হয়। সেসময় স্থানীয়দের সহযোগীতায় আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে গোয়ালপাড়া বাজারে দুর্ঘটনায় পর প্রায় এক ঘন্টা সড়ক টিতে যানবাহন চলাচল বন্ধ থাকে।