প্রেস বিজ্ঞপ্তি:
১৪ মার্চ, ২০২৩ এ জেলা প্রশাসক, টাঙ্গাইল জনাব জসীম উদ্দীন হায়দার বিভিন্ন উপজেলা পরিদর্শনের ধারাবাহিকতায় ঘাটাইল উপজেলা পরিদর্শন করেন।
এসময় জেলা প্রশাসকের সাথে ছিলেন উপজেলা নির্বাহী অফিসার, ঘাটাইল মুনিয়া চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি) মোঃ আরিফুর রহমান। উপজেলা পরিদর্শনের প্রথমেই জেলা প্রশাসক ঘাটাইল উপজেলার
বীর মুক্তিযোদ্ধা, সরকারি কর্মকর্তা/ কর্মচারী, জনপ্রতিনিধি, সাংবাদিকবৃন্দ, সুধী সমাজ, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক ছাত্র-ছাত্রী, ব্যবসায়ী সহ সমাজের বিভিন্ন শ্রেণি পেশার ব্যক্তিবর্গের সাথে এক মতবিনিময় সভা
অংশগ্রহণ করেন। এরপর তিনি
নিবন্ধন অধিদপ্তর এর সাব রেজিস্ট্রারের কার্যালয় পরিদর্শন করেন। পরবর্তী পর্যায়ে উপজেলা ভূমি অফিস ঘাটাইলের তথ্য সেবা কেন্দ্র সংস্কার ও সজ্জিতকরণের শুভ
উদ্বোধন করেন। এছাড়াও জেলা প্রশাসক উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্পের আওতায় কোভিড পরিস্থিতিতে স্বাস্থ্য সেবার মান নিশ্চিতকল্পে ঘাটাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স বহির্বিভাগের ভবন নির্মাণ ও এর
ওয়েস্ট ম্যানেজমেন্টপ্ল্যান্টের শুভ উদ্বোধন করেন। পরবর্তী পর্যায়ে সহকারী কমিশনার (ভূমি) ঘাটাইলের কার্যালয়ে সুপেয় পানির ব্যবস্থা উদ্বোধন সহ এ কার্যালয় পরিদর্শন করেন। জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার
ব্রাহ্মণ শাসন কলেজের ক্যান্টিনে উদ্বোধন সহ বিভিন্ন আশ্রয়ণ প্রকল্প পরিদর্শন করেন। তিনি প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নে গৃহিত
“বিশেষ এলাকার জন্য উন্নয়ন সহায়তা (পার্বত্য চট্টগ্রাম ব্যতীত)” শীর্ষক কর্মসূচির আওতায় “শিক্ষা বৃত্তি ও বাই সাইকেল বিতরণ” অনুষ্ঠানে যোগদান করেন।