ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন
ভিলেজে লটারী মাধ্যেমে ফ্ল্যাট বরাদ্দ
আলী আহসান রবি,নিজস্ব প্রতিবেদক:
ঢাকা, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের আওতাধীন ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থদের জন্য উত্তরা দিয়াবাড়ীতে নির্মিত পুনর্বাসন ভিলেজে ফ্ল্যাট বরাদ্দের লটারীর প্রথম ধাপ ২৫ নভেম্বর ২০২৪ তারিখে অনুষ্ঠিত হয়। উক্ত ফ্ল্যাট বরাদ্দের লটারী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক জনাব মোঃ ফাহিমুল ইসলাম। উত্তরা দিয়াবাড়ীতে প্রকল্পের ভূমি অধিগ্রহণের কারণে ক্ষতিগ্রস্থদের জন্য পুনর্বাসন ভিলেজে ২ ক্যাটাগরির ১০৯০ বর্গফুট ও ১২৯৪ বর্গফুটের দুইটি ব্লকের ১২টি ভবনে মোট ১৩৪৪(এক হাজার তিনশত চুয়াল্লিশ) টি ফ্ল্যাট নির্মাণ করা হয়েছে। এছাড়াও প্রকল্প এলাকায় একটি মসজিদ, একটি ক্লিনিক, একটি কমিউনিটি সেন্টার, একটি কমিউনিটি মার্কেট, খেলার মাঠ ইত্যাদি সুবিধা রয়েছে।
প্রথমে গুচ্ছভিত্তিক এবং পরে এককভিত্তিক আবেদনকারীদের মাঝে লটারী অনুষ্ঠিত হয়। প্রথম ধাপে ব্লক-বি এর রূপসা ভবনের ১০৯০ বর্গফুটের ফ্ল্যাটের জন্য ১০৪জন আবেদনকারীর মাঝে লটারি অনুষ্ঠিত হয়। দ্বিতীয় ধাপে আগামী ২৬ নভেম্বর ২০২৪ তারিখে পুনর্বাসন ভিলেজের ব্লক-এ এর গড়াই এবং ইছামতি ভবনের ১২৯৪ বর্গফুটের ফ্ল্যাটের জন্য মোট ১৯৮জন আবেদনকারীর মধ্যে লটারি অনুষ্ঠিত হবে।
আবেদনকারীদের উপস্থিতিতে তাদের সম্মুখে ০৩ (তিন) স্তরের (গুচ্ছ, ফ্লোর ও ফ্ল্যাট) লটারী অনুষ্ঠানের মাধ্যমে শতভাগ স্বচ্ছতা বজায় রেখে উৎসবমুখর পরিবেশে লটারী অনুষ্ঠিত হয় এবং আবেদনকারীদের তাদের নির্বাচিত ফ্ল্যাটের নম্বর জানিয়ে দেয়া হয়।