তীব্র তাবদাহর কাপ্তাইয়ে দুই সামাজিক সংগঠন বিনামূল্যে শরবত বিতরণ
রিপন মারমা রাঙ্গামাটি:
রাঙ্গামাটি কাপ্তাইয়ে প্রচন্ড তাপদাহে অতিষ্ঠ জনজীবন, পানির তৃষ্ণা মিটাতে পথচারী, যাত্রী ও শ্রমজীবী মানুষের মাঝে লেবু, ওরস্যালাইন ও ঠান্ডা পানীয় উপকরণ মিশিয়ে সুস্বাদু ঠান্ডা পানির শরবত কয়েক’শ মানুষের মাঝে বিতরণ করেছে অরাজনৈতিক মানবিক কাপ্তাই কলেজ এলাকা সোসাইটির যুব সামাজিক সংগঠন ও
গাউসিয়া কমিটি বাংলাদেশ কাপ্তাই উপজেলা শাখার উদ্যোগে বুধবার (১ মে ) বড়ইছড়ি বাজার ও কাপ্তাই উপজেলা সদর প্রাঙ্গণে সকাল থেকে দুপুর পর্যন্ত ঠান্ডা শরবত বিতরণ করা হয়। ঠান্ডা শরবত বিতরণকারীদের এ মহৎ উদ্যোগের কারণে পথচারী, শ্রমজীবী ও যাত্রীরা স্বস্তির নিঃশ্বাস ফেলতে দেখা গেছে।
এ সময় উপস্থিত থেকে গাউছিয়া কমিটি কাপ্তাই উপজেলা শাখার সভাপতি মোঃ আলী আজগর,সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক ওকাপ্তাই কলেজ এলাকা সোসাইটি যুব সামাজিক সংগঠন সাধারণ সম্পাদক ওমর ফারুক মনা তাদের উদ্দেশ্য আদর্শ নিয়ে বক্তব্য রাখেন।