তেঁতুলিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উদযাপন
আহসান হাবিব তেতুলিয়া পঞ্চগড়:
পরিবর্তনশীল ও শান্তিপূর্ণ সমাজ গঠনে সাক্ষরতার প্রসার- এমন প্রতিপাদ্যে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস।
শুক্রবার (৮ সেপ্টেম্বর) দিবসটি উদযাপন উপলক্ষে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি
র্যালি বের হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ এসে শেষ হয়, সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালি ও আলোচনা অংশ নেয় বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা।
সভায় উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান মাসুদ করিম সিদ্দিকী, উপজেলা কৃষি অফিসার জাহাঙ্গীর আলম, উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমান, কাজী শাহাবুদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইমদাদুল হকসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা/কর্মচারীবৃন্দ। পরে ছাত্র-ছাত্রীদের মাঝে বই বিতরণ করা হয়।