তেঁতুলিয়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান
আহসান হাবিব, তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
তেঁতুলিয়া উপজেলা থেকে বিভিন্ন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
আজ সোমবার সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদের সৌজন্যে পরিষদ হলরুমে এ সংবর্ধনার আয়োজন করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার সোহাগ চন্দ্র সাহা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান (ডাবলু)।
বিশেষ অতিথি হিসেবে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ইউনুছ আলী, কাজী শাহাবুদ্দিন বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ এমদাদুল হক, উপজেলা শিক্ষা অফিসার মোঃ মোস্তাফিজুর রহমান, মাধ্যমিক শিক্ষা অফিসার- মোঃ শওকত আলী, নওগাঁ সরকারি কলেজের রসায়ন বিভাগের প্রভাষক মোঃ মাসুদ পারভেজ ও তেঁতুলিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মতিউর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে ভর্তিযুদ্ধে উত্তীর্ণ হওয়ায় শিক্ষার্থীদের মধ্যে অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন কুমিল্লাহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মুবাসশিরা তাবাসুম, হাজী দানেশ মোহাম্মদ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উম্মে হাবিবা সূচি, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের আবিদা সুলতানা ফ্যামি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষের শিক্ষার্থী নাহিদ ও ফাইনাল বর্ষের শিক্ষার্থী আব্দুল করিম।
শেষে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দিয়ে সংর্বধান প্রদান করেন। এসময় সাংবাদিক এম এ বাসেত এর লিখা তেঁতুলিয়ার ইতিহাস ও পর্যটন শিল্প, স্বপ্নঘেরা এবং লাল সবুজের পতাকা হাতে যুদ্ধা ফিরে ঘরে বইসমূহের একটি করে সৌজন্য কপি বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরির জন্য শিক্ষার্থীদের হাতে প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারি শিক্ষক মোঃ হুমায়ুন কবীর।