তেতুলিয়ায় ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
তেতুলিয়া উপজেলায় যথাযোগ্য মর্যাদার মধ্য দিয়ে সুবর্ণজয়ন্তী ও মহান স্বাধীনতা জাতীয় দিবস উদযাপিত হয়েছে। ২৬ মার্চ রবিবার সকালে দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে দেওয় তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে কেন্দ্রীয় শহীদ মিনারে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রসাশন, উপজেলা পরিষদ উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন প্রতিষ্ঠান।
পরে স্বাধীনতা জাতীয় জাতীয় দিবস উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে তেতুলিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলন কুচকাওয়াজ, সালাম প্রদর্শন, বীর মুক্তিযোদ্ধা ও শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবারদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)সোহাগ চন্দ্র সাহা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু । তেতুলিয়া মডেল থানা অফিসার ইনচার্জ সাঈদ চৌধুরী ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল সহ আরও অনেকেই। অনুষ্ঠান শেষে কুচকাওয়াজ ও ডিসপ্লে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।