নিজস্ব প্রতিবেদকঃ
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাতের ভোটে এমপি নির্বাচিত হয়েছে এমন একটি অডিও ভাইরাল হওয়ায় সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান
তালুকদারকে দল থেকে বহিস্কারের দাবীতে মানববন্ধন করেছে দলের একাংশেরনে তাকর্মীরা। শনিবার বেলা ১১ টায় মহিপুর শেখ রাসেল সেতুর নিচে মহিপুর থানা ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবকলীগের নেতাকর্মীরা এ মানববন্ধনে অংশগ্রহণ করে।
এ সময় মানববন্ধনে বক্তব্য দেন মহিপুর থানা শ্রমিক লীগের সভাপতি কালাম ফরাজী, স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক ও ইউপি সদস্য জামাল হাওলাদারসহ ছাত্রলীগের নেতাকর্মীরা।
অডিও ক্লিপে সাবেক প্রতিমন্ত্রীকে বলতে শোনা যায়, আওয়ামী লীগ করতে হলে আমার কাছ থেকে সার্টিফিকেট নিতে হবে, রাতে ভোট অইয়া গেছে। বর্তমান এমপি মহিব্বুর রহমানকে নিয়ে মাহবুবুর রহমান তালুকদারের এমন বেফাস মন্তব্যের অডিও ক্লিপটি সামাজিক যোগাযোগ মাধ্যমে
ভাইরাল হলে ফুঁসে ওঠে বর্তমান সাংসদ পন্থি নেতাকর্মীরা। ডালবুলগঞ্জ ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রুমানকে শাসাতে গিয়ে এমন মন্তব্য করেন সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী ও কলাপাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবুর রহমান তালুকদার।
সাংসদ মহিব্বুর রহমান এবং সাবেক পানি সম্পদ প্রতিমন্ত্রী মাহবুবুর রহমান তালুকদার মামাতো ফুফাতো ভাই। দুই ভাইয়ের বর্তমান রাজনৈতিক অস্থিরতা নিয়ে দলীয় নেতা কর্মী ও সমর্থকরা পরেছেন বিপদে। একই দলের ব্যানারে থেকে প্রভাবশালী এই দুষ্ট নেতার কর্মকাণ্ডে দলীয় ভাবমূর্তি ক্ষুন্ন হওয়ার পাশাপাশি নেতাকর্মীরা পরেছে বেকায়দায়।
এর আগে গতকাল শুক্রবার শেষ বিকালে কলাপাড়া প্রেসক্লাবের সম্মুখে মানববন্ধন করেছেন উপজেলা আওয়ামী লীগের একাংশের নেতাকর্মীরা।