দুর্ঘটনা কবলিত ভাঙা ব্রীজে বিকল্প পথে চলার সাইনবোর্ড
মোসা : তামান্না ইসলাম আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে ঝুঁকিপূর্ণ সেতু ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ৯ জন নিহতের ঘটনায় ব্রীজটির উভয় পার্শ্বে সাইনবোর্ড ও ঢালাই পোস্ট বসানো হয়েছে।
আমতলী উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদফতর (এলজিইডি) কর্তৃপক্ষ জানিয়েছে, দূর্ঘটনার পূর্বে সেতু ঝুঁকিপূর্ণ অবগত করে সেতুর দুই পাশে সতর্কীকরণ সাইনবোর্ড ও লাগানো হয়েছিল। এলজিইডির সতর্কতা উপেক্ষ করে ওই সেতুতে বিভিন্ন ধরনের ভারী যানবাহন চলাচল করছিল। যার পরিপ্রেক্ষিতে এ দুর্ঘটনা সংঘটিত হয়। এবং ভাঙা সেতুতে সতর্কতা সাইনবোর্ড ও ঢালাই পোস্ট বসানো হয়েছে।
আমতলী উপজেলা প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন বলেন, ব্রিজটি ঝুঁকিপূর্ণ হওয়ায় অনেক আগেই সতর্কীকরণ সাইনবোর্ড লাগানো হয়েছে। এবং ভেঙে যাবার পর ‘ ব্রিজটি ভাংগা যোগাযোগ বিচ্ছিন্ন, বিকল্প পথে চলাচলের জন্য অনুরোধ করা হলো’ নোটিশ দিয়ে সাইনবোর্ড টানানো হয়েছে। এ ছাড়া ভেঙে পড়া সেতুর জায়গায় নতুন গার্ডার ব্রিজ নির্মাণের প্রস্তাব পাঠানো হয়েছে।