দেবহাটার বিভন্ন প্রতিষ্ঠানে ঈদে মিলাদুন্নবী (সাঃ) পালিত
আব্দুল্লাহ আল মামুনঃ
সারা বাংলাদেশের ন্যায় দেবহাটায় রাষ্ট্রীয় ভাবে ও সরকারি নির্দেশ মোতাবেক উপজেলার প্রত্যেকটি মসজিদে, ধর্মীয় প্রতিষ্ঠান ও শিক্ষা প্রতিষ্ঠানে হযরত মোহাম্মদ (সঃ) জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন্নবী (সাঃ)পালিত হয়েছে। আখেরি জামানার শেষ নবীর জন্মদিন উপলক্ষে ইংরেজি ১৬ই সেপ্টেম্বর ও আরবি মাসের ১২ই রবিউল আওয়াল রোজ সোমবার উপজেলার সকল প্রতিষ্ঠানে এই দিন বিশেষ ভাবে পালন করা হয়। বিশ্বের সকল মুসলিম জাতি এই দিনকে একটি পবিত্র উৎসব হিসেবে মানে, তাই দিনটি বেশ উৎসবের সাথে পালন হতে দেখা যায়। তারই ধারাবাহিকতায় দেবহাটা উপজেলার সরকারি খান বাহাদুর আহছানউল্লাহ কলেজে, আস্কারপুর আহ্ছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ে নলতা কেন্দ্রীয় আহছনিয়া মিশনে,সখিপুর সাহেব বাড়ি জামে মসজিদে,শাঁখরা কোমরপুর আব্দুল গণি মাধ্যমিক বিদ্যালয়ে, পারুলিয়া এস এস মাধ্যমিক বিদ্যালয় সহ সব বিদ্যলয়ে যথাযথ মর্যাদায় দিনটি পালিত হয়,সরকারি খান বাহাদুর আহছানউল্লা কলেজে শিক্ষার্থীদের মাঝে কোরআন তেলাওয়াত নবীজির জীবন নিয়ে আলোচনা মিলাদ ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এই সময় উপস্থিত ছিলেন সরকারি খান বাহাদুর আহছাউল্লা কলেজের অধ্যাপক্ষ অলোক কুমার ব্যানার্জী সরকারি কেবিএ কলেজের প্রাক্তন শিক্ষার্থী, কলেজ প্রতিষ্ঠাতার একমাত্র ছেলে ঢাকা আহ্ছানিয়া মিশন হেল্থ ও ওয়াশ সেক্টরের পরিচালক ইকবাল মাসুদ,সরকারী অধ্যাপক আবু তালেব, সহকারী অধ্যাপক আকবার আলী সহ আরো অনেকেই।