দৈনিক আজকালের খবর ও সত্যকন্ঠ পত্রিকায় প্রকাশের পর সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবার পেল শুকনো খাবার,নগদ টাকা ও ঢেউটিন বিতরণ
জাফরুল সাদিক, বগুড়া প্রতিনিধি ঃ
দৈনিক আজকালের খবর ও জনপ্রিয় অনলাইন সত্যকন্ঠ পত্রিকায় প্রকাশের পর সারিয়াকান্দিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে শুকনো খাবার,নগদ টাকা ও ঢেউটিন বিতরণ করেন সারিয়াকান্দি উপজেলা প্রশাসন। বগুড়ার সারিয়াকান্দিতে
গত সোমবার রাতে পৌরসভার ১ নং ওয়ার্ড উত্তর হিন্দুকান্দি সালামত মিয়ার বসতবাড়ীতে আগুন লাগে। সারিয়াকান্দি ফায়ার সার্ভিস খবর পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নেভানোর চেষ্টা করে। আগুন নিয়ন্ত্রনে আসলেও সালামত মিয়ার,৫টি
ছাগল,১টি গরু,ধান,চাল. ঢেউটিন, নগদ টাকা ও স্বর্নালঙ্কারসহ আসবাবপত্র পুড়ে পুড়ে ছাই হয়ে যায়। আগুনে সর্বস্ব হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন ক্ষতিগ্রস্ত পরিবার।
অগ্নিকাণ্ডের খবর দৈনিক আজকালের খবর পত্রিকার মাধ্যমে জানতে পেয়ে গতকাল বুধবার (২৬ এপ্রিল) সকালে ঘটনাস্থলে ছুটে যান, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুজ কুমার বসাক।সে সময় উপস্থিত ছিলেন, সারিয়াকান্দি প্রকল্প বাস্তবায়ন
অফিসের উপ-সহকারী প্রকৌশলী আব্দুল হাদি,সারিয়াকান্দি প্রেস ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম। ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে নতুন ঘর নির্মানের জন্য ৩বান্ডিল ঢেউটিন, শুকনো খাবার ও নগদ ৯হাজার টাকা প্রদান হয়।