ধামইরহাটে সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ বন্টন বিষয়ে ডাসকো ফাউন্ডেশনের আলোচনা সভা
মোঃ মোস্তাফিজুর রহমান,ধামইরহাট উপজেলা প্রতিনিধি:
নওগাঁর ধামইরহাটে সামাজিক সুরক্ষা সেবা সমুহের বরাদ্দ ও বন্টন ব্যবস্থাপনা বিষয়ে সামাজিক নিরীক্ষা প্রতিবেদন উপস্থাপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২২ মার্চ বেলা ১১ টায় ধামইরহাট ইউনিয়ন পরিষদে বেসরকারী উন্নয়ন সংস্থা ডাসকো ফাউন্ডেশনের উদ্যোগে ও হেক্স/ইপারের সহযোগিতায় আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান এ টি এম বদিউল আলম। ডাসকোর উপজেলা কর্মকর্তা রওনক লায়লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্যানেল চেয়ারম্যান আবু নাসের আল আজাদি উজ্জল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. রেজাউল করিম, ফারুক হোসেন, ইউপি সদস্য জাহাঙ্গীর আলম মুসা, আনোয়ার হোসেন, সাজেদুর রহমান,আজিজুল ইসলাম, ডাসকো ফাউন্ডেশনের সিডিও রাসেল হোসেন, জাহাঙ্গীর আলম, নির্মলা রানী রায় প্রমুখ। আলোচনা সভায় বিভিন্ন ওয়ার্ডের কৃষি প্রনোদনা ও সামাজিক সুরক্ষা সেবার বরাদ্দের সুষম বন্টন বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা অনুষ্ঠিত হয়।