মো: নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধিঃ
প্রতিবেশীর বাসায় মিলল শিয়ালের আক্রমণ কৃত হাঁস,হাঁসের অর্ধেক ভাগ চাইতে গিয়ে প্রতিবেশীর মারপিটের শিকার আয়েশা খাতুন। ঘটনাটি ঘটেছে আজ (১২ মার্চ রবিবার)নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার ভাবিচা ইউনিয়নের
কয়াশ গ্রামে।পরবর্তীতে আয়েশা খাতুন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। এই সময় অভিযোগ কারি আয়শা খাতুন অভিযোগে উল্লেখ করেন আমার একটি হাঁস আজ বিকেলে শিয়ালের আক্রমণের শিকার হয়। পরবর্তীতে
হাঁসটি শিয়ালের থেকে উদ্ধার করে আমার প্রতিবেশী মো আনার(৩০)তার বাড়িতে নিয়ে যান,এবং তিনি হাঁসটি রান্নার জন্য তৈরি করেন।এই সময় হাঁস মালিক আয়েশা খাতুন হাঁস খুঁজতে তাদের বাড়িতে যান। গিয়ে দেখেন তারা হাঁস রান্নার জন্য পরিস্কার করতেছেন।
এই সময় আয়েশা খাতুন বলেন যে হাঁস যেহেতু পেয়েছেন সেহেতু অর্ধেক আপনারা নেন আর বাকী অর্ধেক আমায় দেন।এই কথা শুনে আমার প্রতিবেশী আনার এবং জহুরা আমায় অকথ্য ভাষায় গালিগালাজ সহ আমায় এলোপাথাড়ি
মারপিট করে আমার শরীরের বিভিন্ন স্থানে জখম করেন এবং আমাকে বিভিন্ন প্রকার হুমকি ধামকি প্রদান করেন।এরপরে ভয়ে আমি আমার বাসায় চলে আসি। বাসা আসলে আমার স্বামী সালাম আমার অবস্থা দেখে আমার প্রতিবেশীদের কাছে মারার কারন জানতে চাইলে রুবেল আমার স্বামীকে মারপিট করেন।