মো নাহিদ হাসান,নওগাঁ প্রতিনিধিঃ
সবার উপরে মানুষ সত্য
তাহার উপর নাই
বন্ধ হলে বাল্যবিয়ে
চিন্তা করো নাই
আয় আয় আয়
সামনের পথে এগিয়ে যায়
বাল্যবিয়ে নই সুযোগ পেতে চাই
আজ নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার হলরুমে মোসাঃ নাদিরা বেগম( উপজেলা ভাইস চেয়ারম্যান) এর সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে আলোচনায় মোসাঃ আক্তার বিথী ( সহকারী কমিশনার ভূমি) বলেন শুধু শিক্ষিত হলেই হবেনা সাবলম্বি ও হতে হবে। পরিবার থেকে বাবা মাসহ সবাইকে সচেতন হতে হবে। কাজীদের উদ্দ্যশে বলেন সঠিক নিয়মে সঠিক বয়সে বিয়ে দিয়ে রেজিস্ট্রার করতে বলেন। উপজেলা ভাইস চেয়ারম্যান বলেন আমরা শুধু নিজেরাই সচেতন হলে চলবেনা সর্বস্তরের মানুষকে এক সঈে সচেতন করতে হবে। উক্ত সভায় ছাত্র ছাত্রী , শিক্ষক, কাজী, চেয়ারম্যান গন, সমাজসেবা, যুবউন্নয়ন, ইমাম,স্বাস্থ্য, মাধ্যমিক শিক্ষা অফিস ও সাংবাদিক গন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ।এছাড়া ব্র্যাক জেলাব্যাবস্থাপক মো. আবু সায়েম ও পরিচালনা করেন মোসা আফরোজা আইরিন এ্যসোসিয়েট অফিসার সেল।