মো নাহিদ হাসান নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর মান্দায় লিজ কৃত ভি.পি পুকুরটি থেকে
মটার সেট করে পানি সরিয়ে নিচ্ছে প্রতিপক্ষেরা।
জানা যায়, শনিবার বেলা ১০ টার দিকে উপজেলার কালিকাপুর ইউনিয়নের শীলগ্রামের বিশ্বাস পাড়ার মৃত জানবক্স বিশ্বাসের ছেলে কচিমদ্দিন হোসেন নামে ব্যক্তি নিম্ন তপশীল বর্ণিত ভি.পি পুকুরটি শীলগ্রাম মৌজার যাহার খতিয়ান নং ০৩, দাগ নং-১২৯২ ও জমির পরিমাণ ১ একর ৪ শতাংশ পুকুরটি
লিজ নিয়ে মাছ চাষ করে করেন। প্রতিপক্ষেরা মহামান্য হাইকোর্টে লিজ বাতিলের জন্য রিট পিটিশন করেন, রিট পিটিশন আমলে নিয়ে ৬ মাসের জন্য ইসট্রে করেন।
বর্তমান পুকুরটি পরিত্যক্ত অবস্থায় আছে।উক্ত পুকুরের পানি গ্রামের জনসাধারণ গোসল থেকে সার্বিক সকল কাজে ব্যবহার করে থাকেন। এমতাবস্থায় প্রতিপক্ষ একই এলাকার আকবর আলি, হাবিবুর রহমান, জাহিদুল, মোজাহার সহ দূরৃত্তরা জোর করে মটার বসিয়ে পুকুরের পানি শুকিয়ে ফেলছে। ফলে গ্রামের জনসাধারণ মানুষ পানি দূর্ভোগে পরছে।
এবিষয়ে ভূমি কর্মকর্তা জাকির মুন্সির সাথে কথা হলে তিনি জানান, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।