নবরুপে সেজেছে বেনাপোল রেল স্টেশন
যাত্রী সেবার মান বাড়াতে লাল সবুজের আদলে কাঁটাতারের নিরাপদ বেস্টুনি
জসিম উদ্দিন, নিজস্ব প্রতিবেদক :
দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল রেল স্টেশন সেজেছে নবরূপে। এই বন্দর থেকে সারাদেশে রেল যোগাযোগে সেবার মান বৃদ্ধি পাওয়ায় আরো বেশি আধুনিকায়ন হয়েছে সীমান্তের এই রেল স্টেশনটি।
সম্প্রতি শেষ হয়েছে রেল স্টেশনের নিরাপত্তা বেস্টনির কাজ। স্টেশনের চতুর সাইডে গড়ে তোলা হয়েছে নিরাপদ কাটা তারের বেস্টুনি। যাতে লাল সবুজের কালার প্রিন্টে ফুটিয়ে তোলা হয়েছে জাতীয় পতাকার মান।
তথ্য অনুসন্ধানে দেখা যায়, যাত্রীদের যান-মালের নিরাপত্তায় বেনাপোল রেল স্টেশনে গড়ে তোলা হয়েছে নিরাপদ কাঁটা তারের বেষ্টনী। যা দূর থেকে দেখলে মনে হবে লাল সবুজের পতাকার আদলে তৈরি করা হয়েছে।
যাত্রী সেবার মান বৃদ্ধি ও স্টেশনে চুরি ছিন্তাই সহ নিশ্ছিদ্র নিরাপত্তার জন্য কাঁটাতারের বেড়া এক অনন্য উপহার সীমান্তবাসীর জন্য। স্টেশনের প্রতিটি গুরুত্বপূর্ণ স্থানে লাগানো হয়েছে সিসি ক্যামেরা।
এই কাঁটাতারের বেড়া শুধু মাত্র একটি বেস্টুনিই নয় এর মাঝে কালার প্রিন্টে ফুটিয়ে তোলা লাল সবুজের পেইন্টে দৃষ্টি কেড়েছে রেলে যাতায়াতকারী যাত্রী সাধারণ সহ স্থানীয়দের।
কাঁটাতারে লাল সবুজের বাংলাদেশ, নিরাপদ বেষ্টনী, সিসি ক্যামেরা এবং সুন্দর ও মনোরম পরিবেশে এক প্রকার উৎফুল্ল কাজ করছে সব ধরনের মানুষের মাঝে।
রেলে ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রী সহ সব ধরনের যাত্রী সাধারণকে এই নিরাপত্তা ব্যবস্থা না থাকায় চুরি ও ছিনতাইকারীদের কবলে পড়ে নানা রকম হয়রানির শিকার হতে হতো। এসব নানাবিধ সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ায় অনেক খুশি রেল পথে যাতায়াতকারী যাত্রী সাধারণ।
ভারত-বাংলাদেশ যাতায়াতকারী যাত্রীরা বলেন, বেনাপোল রেল স্টেশনে আধুনিকায়নের যে ছোঁয়া লেগেছে সেটা দেখে অনেক ভাল লাগছে। তার উপরে স্টেশনের নিরাপত্তা বেস্টুনি তৈরি করে তাতে লাল সবুজের পতাকার আদলে কালার করায় অনেক ভাল লাগছে।
তবে কোন কোন যাত্রী বলেন, স্টেশনের সার্বিক উন্নয়নের যে ছোঁয়া লেগেছে তারমধ্যে এখন শুধু যাত্রী ছাউনি ও বিশ্রামগারের খামতি রয়েছে। কতৃপক্ষ এ বিষয়টির উপর একটু নজর দিলে স্টেশন পরিপূর্ণতা পাবে।
বেনাপোল সীমান্ত দিয়ে ভারত-বাংলাদেশ পারাপার সহ এখন আরো আধুনিকায়নে যোগ হয়েছে রেলপথে স্বপ্নের পদ্মা সেতু পারাপারের এক নতুন মাত্রা। বেনাপোল সীমান্ত দিয়ে ইতোমধ্যে অনায়াসে পদ্মা পাড়ি দিচ্ছে রেল গাড়ি।
বেনাপোল রেল স্টেশন ইনচার্জ সাইদুজ্জামান বলেন, স্টেশনে যাত্রী সেবার মান বাড়িয়ে আধুনিকায়ন করা হয়েছে। যাত্রীদের নিরাপত্তায় গড়ে তোলা নিরাপদ কাঁটা তারের বেষ্টনীর ফলে স্টেশনের মধ্যে যাত্রীদের জান ও মাল নিরাপদ থাকবে।
কাঁটা তারের বেষ্টনীতে আধুনিকায়ন করে লাল সবুজের কালার প্রিন্টে জাতীয় পতাকার আদলে করা হয়েছে। যে কারণে এই বেস্টুনির সৈন্দর্য বৃদ্ধি পেয়েছে।
একই সাথে স্বপ্নের পদ্মা সেতু পারাপারে রেল যোগাযোগ সরকারের নতুন একটি মাইল ফলক বলে মনে করেন বেনাপোল রেল স্টেশনের এই কর্মকর্তা।
দেশের সর্ববৃহৎ বেনাপোল স্থলবন্দরে আধুনিকায়নের পাশাপাশি বেনাপোল রেল স্টেশনটিও যাত্রীদের জান ও মালের নিরাপত্তায় সেজেছে নতুন সাজে। স্টেশনের উন্নয়নের ধারা অব্যাহত থাকুক এমনটাই কামনা করেন সচেতন মহল।