সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে সাড়ে ১১শত পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারিকে আটক করে।
- আটককৃতরা হলেন, নরসিংদীর রায়পুরা উপজেলার মৃত সফি উদ্দিন ভূঁইয়া’র ছেলে মোঃ আলম ভূঁইয়া (৩৫), সদর উপজেলার চিনিশপুর ইউনিয়নের সংগীতা এলাকার মৃত আঃ হেকিম মিয়ার ছেলে মোশারফ মিয়া (৪২), একই
উপজেলার উত্তর সাটিরপাড়া এলাকার মোস্তফা মিয়ার ছেলে মোঃ ইসলাম (২০) ও মনোহরদী উপজেলার নলোয়া এলাকার জামাল উদ্দিনের ছেলে মোঃ আরিফ (২৩)।
বুধবার ৮ মার্চ রাত সাড়ে ৮ টায় ডিবি’র এসআই মোঃ শাহাদাৎ হোসেন ও এএসআই রেজাউল করিম এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে রায়পুরা উপজেলার হাসনাবাদ নামক স্থানে
(নরসিংদী-রায়পুরা) সড়কের পাশে বজলু মৃধার দোকানের পাশ থেকে মাদক বিক্রেতা আলম ভূঁইয়া (৩৫)কে আটক করেন। এসময় তার কাছ থেকে তিনটি প্যাকেটের ভিতর কৌশলে লুকানো অবস্থায় ৯শত পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
অপরদিকে একইদিনে ডিবির আরোও ২টি দল পৃথক অভিযান চালিয়ে সন্ধ্যা ৭.৪০ মিনিটে ডিবি’র এসআই নূরে আলম হোসাইন এর নেতৃত্বে একটি চৌকস দল সদর উপজেলার বানিয়াচল রেলওয়ে ঈদগা এলাকা হতে মোশারফ মিয়া (৪২)
নামে এক মাদক কারবারিকে ২শত পিস ইয়াবা এবং এসআই সাদেকুর রহমানের নেতৃত্বে বিকেল সাড়ে ৫টায় মনোহরদী উপজেলার আদমবাড়ী মোড় থেকে ৫০ পিস ইয়াবাসহ আরিফ (২৩) নামে অপর আরেক মাদক কারবারিকে আটক করেন।
গ্রেফতারকৃত প্রত্যেকেই এলাকার চিহ্নিত মাদক কারবারি। আশপাশের জেলা থেকে মাদক সংগ্রহ করে বিক্রি করতো। উপরোক্ত গ্রেপ্তারকৃত মোশারফ ও ইসলামের বিরুদ্ধে ইতিপূর্বে নরসিংদী মডেল থানাসহ বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।