নরসিংদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুলিবিদ্ধ হয়ে আহত সুমন মারা গিয়েছে
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীর মাধবদীতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুরুতর আহত দশম শ্রেণীর ছাত্র মোঃ সুমন মিয়া (২০) মারা গিয়েছে ২৪ আগস্ট শুক্রবার সকাল ৭ টার সময়ে ঢাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজে টানা ৩২ দিন চিকিৎসাধীন থেকে মারা যায়।

বারবার ওকে আটকানোর চেষ্টা করলেও ঘরে রাখতে পারিনি। আন্দোলন চলাকালীন মাধবদী থানার সামনে গত ২০ তারিখ আমার ভাই পিঠে একটি গুলি খায়। এর পরই তাকে ঢাকা কুর্মিটোলা হাসপাতালে চিকিৎসা দেই। হসপিটালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছিল সুমন। পরবর্তী তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজে ভর্তি করলে শুক্রবার সকালে আমার ভাইটা মারা যায়।
আমাদের বাবা নেই। তাই পড়াশোনার পাশাপাশি সবজি বিক্রি করে সংসারে সাহায্য করতো সুমন। মা-কে নিয়ে মাধবদীর সিদ্দিক নগরে তিন হাজার টাকার ভাড়া বাসায় থাকত। এই পরিশ্রমী ছোট্ট ভাইটাকে নিয়ে অনেক স্বপ্ন ছিল আমার পরিবারের। ভাষায় প্রকাশ করতে পারবো না ভাই হারিয়ে কতটুকু কষ্ট পাচ্ছি।
আমার ভাই হত্যার সুষ্ঠ বিচার চাই। সুমন মিয়ার মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে আসে। শুক্রবার যোহর নামাজের পর সিদ্দিক নগন বালুর মাঠে যানাযা শেষে গণেরগাঁও শাহী ইদগাহ গোরস্থানে দাফন করা হয়। যানাযায় অংশগ্রহণ করেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব ও সাবেক এম.পি খায়রুল কবির খোকন,
নরসিংদী সদর উপজেলা বিএনপির সভাপতি আবু ছালেহ চৌধুরী, মাধবদী পৌর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমান, বিএনপি নেতা আব্দুল বাতেন শাহিন, মহসিন হোসেন বিদ্যুৎ,মহিষাশুড়া ইউনিয়ন বিএনপি সাবেক সাধারণ সম্পাদক ও নরসিংদী সদর থানা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হোসেন আলী সহ হাজারো মুসল্লিগণ।








