সুমন পাল, নরসিংদীঃ
নরসিংদী জেলা পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নির্দেশনায় পরোয়ানাভুক্ত আসামি গ্রেফতার কার্যক্রম অব্যহত রয়েছে, সেই নির্দেশনা মোতাবেক মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান এর দিকনির্দেশনা
হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আজ ২৬ ফেব্রুয়ারী রবিবার মাধবদী থানার এসআই বেলাল উদ্দিন ফকির ও কনষ্টেবল নুরে আলম অভিযান চালিয়ে সোবহান(৩৫) নামে একজনকে গ্রেফতার করে।
পুলিশ জানায়, গত-১২/০১/২০২৩ ইং তারিখ বিজ্ঞ আদালত হইতে হত্যা মামলার তিন টি যাবজ্জীবন সাজা পরোয়ানা থানায় আসে। পরোয়ানাভুক্ত আসামিরা হলো ১। সুজন ২। ইয়াসিন ৩। সোবহান। অত্র যাবজ্জীবন সাজা
তিনটি পরোয়ানা তামিল করার জন্য অভিযান পরিচালনা করি। অভিযান পরিচালনা কালে জানা যায় যে, আসামি ১। সুজন ২। ইয়াসিন মালয়েশিয়া চলে যায়। পরবর্তীতে আসামি সোবহান এর ব্যাপারে লোক মুখে জানা যায় যে সোবহান মালয়েশিয়া চলে গেছে এবং উক্ত
সামি সোবহান বিদেশে চলে গেছে মর্মে বিভিন্ন আইডি হতে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি আপলোড করে। পরবর্তীতে তার পাসপোর্ট ও জাতীয় পরিচয় পত্র সংগ্রহ করে তার পাসপোর্ট ডেলিভারি স্লিপ দিয়ে পাসপোর্ট অফিসে
যোগাযোগ করে তার মোবাইল নাম্বার সংগ্রহ করে, মোবাইল প্রযুক্তি ব্যবহার করে দীর্ঘ প্রায় ২ মাস নিরলস পরিশ্রম করিয়া আজ ২৬/০২/২৩ ইং শরিয়তপুর জেলার সদর ও নড়িয়া থানায় অভিযান পরিচালনা করে নড়িয়া থানাধীন শিরংগল আসামির ৪র্থ স্ত্রীর বাড়ি হইতে
যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মোঃ সোবহান কে গ্রেফতার করে। গ্রেফতারকৃত সোবহান মাধবদী থানার ব্রাহ্মণ ডৌকাদী গ্রামের মৃত মফিজ উদ্দিন এর ছেলে।