সুমন পাল, নরসিংদীঃ
রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন নরসিংদীর কৃতি সন্তান আ. কাইয়ূম মিয়া। তিনি নরসিংদী জেলার সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন আনসার ও ভিডিপি ইউনিয়ন দলনেতা। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৪৩ তম জাতীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ পদক তুলে দেন তার হাতে।
নরসিংদী সদর উপজেলার শিলমান্দী ইউনিয়ন দলনেতা কাইয়ুম মিয়া(পিভিএম) প্রেসিডেন্ট গ্রাম প্রতিরক্ষা দল (সাহসিকতা) পদক ও নামিয় উপাধিতে ভূষিত হয়েছেন।তিনি সামসুল হক ও ফাজিলা খাতুনের দুই ছেলে এক মেয়ের মধ্যে সবার ছোট। তিনি একজন সৎ , দক্ষ, মেধাবী ও সাহসী সৈনিক, সমাজ সেবক, মানবিক, জেলা
প্রশাসকের কুইক রেসপন্স টিমের সদস্য ও সম্মুখ করোনা যোদ্ধা হিসেবে পরিচিত। করোনা কালীন সময়ে আক্রান্ত ব্যক্তি, মৃতদেহ সৎকার, জানাযা ও দাফনে সরাসরি অংশগ্রহণ করেন। তাছাড়া সামাজিক আইন-শৃঙ্খলা রক্ষায় ও মাদক নির্মূলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় এবং এসব কার্যক্রম বিবেচনা করে রাষ্ট্রীয় পদকে ভূষিত করা হয় তাকে।