নরসিংদীর মাধবদীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর গণসমাবেশ সফল করার লক্ষ্যে সাংবাদিকদের সাথে মতবিনিময়
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ
গত ৫আগষ্ট স্বৈরশাসকের পতন পরবর্তী দেশের সামগ্রিক পরিস্থিতি এবং অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রম বিষয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আগামী ৩সেপ্টেম্বর ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখার আয়োজনে গণসমাবেশ সফল করার লক্ষ্যে ১লা সেপ্টেম্বর রবিবার সন্ধায় স্থানীয় ক্যাপ্টেন লাউঞ্জে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার সভাপতি আলহাজ্ব ক্বারী আবুল কাশেম। সভায় আরো উপস্থিত ছিলেন ঢাকা বিভাগ কেন্দ্রীয় যুব আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন মেহের উদ্দিন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় সূরা সদস্য বিএম মাহাদী হাসান, ইসলামী আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সেক্রেটারি মোঃ মুছা মিয়া, ইসলামী আন্দোলন মাধবদী থানা শাখার সেক্রেটারি মোঃ আরিফুল ইসলাম, জয়েন্ট সেক্রেটারি মোঃ আমজাদ হোসেন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী থানা শাখার অর্থ সম্পাদক তরিকুল ইসলাম দেলোয়ার, ইসলামী যুব আন্দোলন নরসিংদী জেলা শাখার সভাপতি মুফতি জয়নাল আবেদীন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ নরসিংদী জেলা শাখার সাবেক সভাপতি মুফতি আলমগীর হোসেন ভূইয়া, ইসলামী আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি হাজী মোঃ ইউনুছ, সেক্রেটারি মোঃ আব্দুল আউয়াল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ মাধবদী পৌর শাখার সভাপতি মোঃ আরিফুর রহমান আরিফ সহ অন্যান্য সদস্য ও বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় সাংবাদিক বৃন্দ।