নরসিংদীর মাধবদীতে কিশোরের মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা
সুমন পাল, নরসিংদী প্রতিনিধিঃ নরসিংদী সদর উপজেলার মাধবদী থানাধীন নুরালাপুর ইউনিয়নের জজ ভূঞা গ্রুপের মালিকানাধীন ভাড়াটিয়া পরিত্যাক্ত কারখানার ভিতর থেকে কিশোরের মরদেহ উদ্ধার করা হয়েছে আজ ২২ জুন সকাল সাড়ে নয়টায়। নিহত সিফাত হোসেন শুভ(১৬) এর পিতা সুন্দর আলী জানায়, শুভ গতকাল ২১ জুন বিকাল ৩টায় ঘাস কাটার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। পরবর্তিতে রাত ৩টা পর্যন্ত বিভিন্ন জায়গায় খোজাখুজি করে কোথাও না পেয়ে পরদিন সকালে আবারো খোজাখুজি শুরু করলে সকাল সাড়ে নয়টার দিকে নিহত শুভ’র মা জজ ভূঞা গ্রুপের মালিকানাধীন ভাড়াটিয়া ব্যাটারী তৈরীর কারখানার ভেতরে ডুকে খুজাখুজি করে সিফাত হোসেন শুভ এর লাশ দেখতে পায়। তখন বাড়িতে খবর দিলে তারা এসে লাশ নিয়ে বাড়ি চলে যায়। বাড়িতে লাশ নিয়ে গোসল করানোর সময় তারা দেখতে পায় শুভ’র গাড় ভাঙ্গা, দুই হাতে আঘাতের চিহ্ন, বুকে কালো দাগ, গলায় আঘাতের চিহ্ন, গালে রক্তাক্ত কাটা দাগ। এসব আঘাতের চিহ্ন দেখে পুলিশকে সংবাদ দেয়। নিহত শুভ’র মা কান্না বিজড়িত কন্ঠে বলেন, আমার ছেলেকে মেরে ফেলা হয়েছে। তার শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন রয়েছে। আমি আমার ছেলের হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানাচ্ছি। ঘটনার বিষয়ে মাধবদী থানার অফিসার ইনচার্জ মোঃ রকিবুজ্জামান ক্যামেরার সামনে কথা না বললেও, তিনি বলেন, আমরা সংবাদ পেয়ে লাশের সরতহাল রিপোর্ট তৈরী করে লাশের ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করি। তবে নিহতের হাতে আঘাতের চিহ্ন দেখে ধারণা করছি বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে তার মৃত্যু হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট আসলে মৃত্যুর কারণ সম্পর্কে বলা যাবে।