নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুর উপজেলার নওসারা সুলতানপুর(পদ্মার চর)এলাকায় জমি-জমার বিষয় নিয়ে মারামারির ঘটনায় দুড়দুড়িয়া ইউনিয়নের পানসিপাড়া গ্রামের মৃত আজের মালিথার ছেলে শাহজান মালিথা বাদী হয়ে ৯ জনের বিরুদ্ধে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে।
অভিযুক্তরা হলেন, নওসারা সুলতানপুর এলাকার মহির কারীর ছেলে মাইনুল(৪০)ও রাজিব আলী আলী(৩০),লালু মন্ডলের ছেলে উজ্জ্বল আলী (৩৫),সামের মন্ডলের ছেলেআশরাফুল(৫০),কালুর ছেলে সেন্টু আলী (৪০),মৃত কালু মন্ডলের ছেলে সোহেল আলী (৩৫),ফতেপুর এলাকার দুলাল
দফাদারের ছেলে সিদ্দিক আলী(৪০) এবং পাশ্ববর্তী বাঘা উপজেলার খানপুর এলাকার মৃত সামসেদ মন্ডলের ছেলে বেল্লাল(৪২) ও হুকু আলীর ছেলে মামুন আলী(৪০)।অভিযোগকারী শাহজান আলী বলেন,আমি
বুধবার(৮ফেব্রুয়ারী-২৩) সকালে আমার জমির ফসল দেখতে নওসারা সুলতানপুর চরের মাঠে গেলে পূর্ব শত্রুতার জের ধরে বিবাদীগন আমাকে মারধর করে পরে সেখানে আমার ভাই-ভাতিজা এগিয়ে গেলে তাদের সহ মোট ৪ জনকে মারপিট করে গুরুতর আহত করে পালিয়ে যায়।পরে খবর
পেয়ে মাঠে থাকা লোকজন উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে।পরে আমরা হাসপাতালের চিকিৎসা শেষে আমি নিজে(শাহজান)বাদী বৃহস্পতিবার(৯ ফেব্রুয়ারী-২৩) দুপুরে লালপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি।এ বিষয়ে অভিযুক্ত ব্যক্তিরা কোন কথা বলতে চাননি।
এ বিষয়ে লালপুর থানার ওসি মোনোয়ারুজ্জামান বলেন,অভিযোগ পাওয়া গেছে অভিযোগের ভিত্তিতে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।