এ জেড সুজন মাহমুদ ,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে চার ইটভাটায় অভিযান চালিয়ে ৩টিকে ১৯ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ছাড়া অপর একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিয়েছে পরিবেশ অধিদফতর।
মঙ্গলবার (১৭ জানুয়ারি) উপজেলার মঞ্জিলপুকুর ও রসুলপুর এলাকায় পরিবেশ অধিদফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার এ অভিযান চালিয়ে জরিমানা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্র জানা যায়, লালপুর উপজেলার বিভিন্ন এলাকায় ইটভাটায়
অভিযান চালিয়ে ইটভাটা স্থাপন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩ এর ৬ ও ৮ ধারা অনুযায়ী লাইসেন্স না থাকা, অবৈধভাবে মাটি সংগ্রহ ও জ্বালানী কাঠ ব্যবহার করা এবং জিকজ্যাক চুল্লী না থাকায় লালপুর উপজেলার মঞ্জিলপুকুর এলাকার এম কে এম ইটভাটার
মালিক সবুর আলীকে ৫ লাখ টাকা, একই এলাকার জে এস বি ইটভাটার মালিক হাফিজুল ইসলামকে ৭ লাখ টাকা এবং মাধবপুর পালপাড়া এলাকার এইচ বি আর ইটভাটার মালিক মাসুদুর রহমান সান্টুকে ৭
লাখ টাকা জরিমানা করা হয়। এবং মোহরকয়া এলাকার একটি অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দেয়া হয়। পরিবেশ অধিদফতরের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফয়জুন্নেছা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।