এ জেড সুজন মাহমুদ,নাটোর জেলা প্রতিনিধি:
নাটোরের লালপুরে অভিযান চালিয়ে ইমো হ্যাকার প্রতারণা চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। এসময় একটি মোটরসাইকেল,৭টি মোবাইল ফোন ও ৯ হাজার ৬৮০ টাকা জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২ মার্চ-২৩) এক প্রেস বিজ্ঞপ্তিতে এতথ্য জানায় র্যাব-৫, সিপিসি-২। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মোমিনপুর গ্রামের মিল্টন আলীর ছেলে হাসিবুল হাসান শান্ত (২৪), আব্দুলপুর গ্রামের মৃত মহসীন আলীর ছেলে রিদুয়ান আহম্মেদ পূর্ন (২৩), মোহরকায়া গ্রামের মৃত আব্দুল খালেক বুধুর ছেলে শামীম হোসেন (২২), মনিরুল ইসলামের ছেলে শুভ আলী (২১), ও বাঘার
চকনারায়নপুর গ্রামের কালাম উদ্দিনের ছেলে হৃদয় আলী (২১)।
র্যাব জানায়, তথ্য প্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে গত বুধবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার বালিতিতা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মাঠ থেকে প্রতারক চক্রের ৫ সদস্যকে
আটক করে। এসময় আটক যুবকরা দীর্ঘদিন ধরে প্রবাসীদের ইমো আইডি হ্যাক করে অর্থ হাতিয়ে নিতেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।এর আগে, ঢাকা জেলার আব্দুল মালেক (৩৭) তার বোনের স্বামী মো. জাকির হোসেন (৪৫) একজন সৌদিপ্রবাসী।
গত ১৩ ফেব্রুয়ারি সৌদিপ্রবাসী জাকির হোসেনের ইমো আইডি হ্যাক করে জাকির হোসেন সৌদি আরবে বিপদে পড়েছেন, তার দ্রুত টাকার প্রয়োজন বলে জানায়। পরে টাকা পাঠানোর জন্য একটি বিকাশ নাম্বার পাঠায়। পরে ওই বিকাশ নম্বরে ৫৫ হাজার টাকা পাঠান জাকিরের স্ত্রী। পরে তিনি বুঝতে পারেন সংঘবদ্ধ
প্রতারক চক্র তার স্বামীর ইমো একাউন্ট হ্যাক করে প্রেরিত বিকাশ নম্বরগুলো দিয়ে তার সাথে প্রতারণা করে বিকাশের মাধ্যমে অর্থ হাতিয়ে নিয়েছে। এ ঘটনায় আব্দুল মালেক বাদী হয়ে লালপুর থানায় গ্রেপ্তারদের ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
এছাড়াও উপজেলার বিলমাড়িয়া ও দুড়দুড়িয়া ইউনিয়নে সব থেকে বেশি ইমু হ্যাকার চক্রের সদস্যরা আছেন বলে জানা গেছে।
এসব এলাকার সূত্রে জানা যায় যে, অনেক পরিবার আছে তারা ভাত খেতে ভাত পেতোনা এখন তাদের কারো তিন তলা বাড়ি কারো পাঁচতলা বাড়ি কেউবা দাবি মোটরসাইকেল এবং প্রাইভেট কার সহ প্রায় কোটি টাকার মালিক হয়ে গেছে।