নিউইয়র্কে কবি মিজানুর রহমানের প্যানারমা ইন্টারন্যাশনাল গোল্ডেন বুক এ্যাওয়ার্ডস পদক লাভ
হাকিকুল ইসলাম খোকন, যুক্তরাষ্ট্র :
নিউইয়র্কে বসবাসরত ভোলার অভিবাসী কবি মিজানুর রহমান তার “নীল সীমানা” কাব্যগ্রন্থের জন্য প্যানারমা ইন্টারন্যাশনাল গোল্ডেন বুক এ্যাওয়ার্ডস ২০২৩ লাভ করেছেন।
গ্রীস ভিত্তিক সারা বিশ্বের কবি সাহিত্যিকদের সংগঠন রাইটার্স ক্যাপিটাল ফাউন্ডেশন গত ২৯ মার্চ এ পদক ঘোষণা করে।
উল্লেখ্য: রাইটার্স ক্যাপিটাল ফাউন্ডেশন সারা বিশ্বের ৭৬ টি দেশের কবি সাহিত্যিকদের একটি সংগঠন যার সদর দপ্তর গ্রীসে। কবি মিজানুর রহমান রাইটার্স ক্যাপিট্যাল ফাউন্ডেশনের একজন নিয়মিত সদস্য।
তিনি একাধারে একজন কবি, ছড়াকার, লেখক ও সাংবাদিকতার সাথে নিজেকে সম্পৃক্ত রেখে দেশ ও প্রবাসে বাংলা ভাষায় সাহিত্য চর্চায় নিজেকে নিয়োজিত রেখেছেন। ২০২২ সালে তার প্রথম কাব্যগ্রন্থ নীল সীমানা প্রকাশিত হয়। খবর বাপসনিউজ।
তিনি ভোলা আলতাজের রহমান সড়করের ইঞ্জিনিয়ার মোঃ শাহ্জাহান ও শিক্ষিকা সাহানারা বেগমের জ্যেষ্ঠ সন্তান। তিনি নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব এডুকেশনের সাবেক শিক্ষক সহকারী ও বর্তমানে নিউইয়র্ক সিটি ডিপার্টমেন্ট অব কারেকশনে প্রোগ্রাম স্পেশালিস্ট-টু পদে কর্মরত আছেন।