নিরাপদ সড়কের দাবীতে শিক্ষার্থীদের মানব বন্ধন
ওবায়দুর রহমান, স্টাফ রিপোর্টার:
ফরিদপুরের ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রী সামন্তী আক্তারের মৃত্যুর ঘটনায় শোক র্যালি, ঘাতক বেপরোয়া বাস চালকের দৃষ্টান্তমূলক শাস্তি ও নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন করেছে সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের শিক্ষক কর্মচারী ও ছাত্র-ছাত্রীরা।
সোমবার (১৩ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের শিক্ষক মন্ডলী ও শত শত শিক্ষার্থী এ শোক র্যালিতে অংশ গ্রহণ করে বেপরোয়া বাস চালকের শাস্তি ও নিরাপদ সড়কের দাবী জানান । র্যালিটি কলেজ প্রাঙ্গন থেকে শুরু হয়ে ভাঙ্গা বাজার প্রদক্ষিণ করে ফরিদপুর – বরিশাল মহাসড়কের ভাঙ্গা বাসস্ট্যান্ডে এক মানববন্ধন কর্মসূচি পালন করে ।
এ সময় বক্তব্য রাখেন সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ আবদুছ ছাত্তার মিঞা, ইতিহাস বিভাগের শিক্ষক মোঃ দেলোয়ার হোসেন, ইংরেজি বিভাগের শিক্ষিকা ঝর্ণা রানী মৃধা, ভূগোল বিভাগের শিক্ষক এসএম সরোয়ার হোসেন, অর্থনীতি বিভাগের এমএ রাকিব, ইসলাম শিক্ষা বিভাগের শিক্ষক মোঃ নুরুজ্জামান,
মার্কেটিং বিষয়ের শিক্ষক তপন কুমার সাহা, ইসলাম শিক্ষা বিষয়ের শিক্ষক মোঃ জাকির হোসেন, ভাঙ্গা উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ খায়রুল ইসলাম, সমাজকর্ম (সম্মান) বিষয়ের প্রথম বর্ষের ছাত্রী রুবিয়া আক্তার প্রমুখ। এ সময় বক্তারা ভাঙ্গা হাইওয়েতে তিন চাকার যানবাহন চলাচল করতে না দেওয়ার জন্য কর্তৃপক্ষের নিকট দাবী জানান।
তারা ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার পূর্ব সদরদী বাসস্ট্যান্ড থেকে পুখুরিয়া বাসস্ট্যান্ড পর্যন্ত সকল ধরনের যানবাহন ধীর গতিতে চালানোর দাবী জানান।
উল্লেখ্য, গত ১১ মে সকাল ৮ টায় সরকারি কাজী মাহবুব উল্লাহ কলেজের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ছাত্রী সামন্তী আক্তার সড়ক দুর্ঘটনায় নিহত হয়।
সে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ গ্রাম থেকে একটি ইজি বাইকে ভাঙ্গা আসার পথে ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা পৌরসভার কৈডুবি নামক স্থানে পৌছিলে একটি দ্রুত গতির বাস তাকে বহনকারী ইজিবাইককে ধাক্কা দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।