নীলফামারী -৩ বিজয়ের মালা পরলেন স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল
সাদিকুল ইসলাম, নীলফামারী:
উত্তরের জেলা নীলফামারী- ৩ (জলঢাকা) আসনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল এলাকার মানুষের ভালবাসায় কাচি প্রতীক নিয়ে বিপুল ভোটের ব্যবধানে এমপি নির্বাচিত হয়েছেন।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৮ টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত ভোটার উপস্থিতি কম থাকায় ঢিলেঢালে চলে ভোটগ্রহণ। নির্বাচন চলাকালীন কোথাও সহিংসতার কোনো খবর পাওয়া যায়নি।
এদিকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও ছিলেন কঠোর অবস্থানে। ১টি পৌরসভা ও ১১টি ইউনিয়নের ১০৫টি ভোট কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ছিল ২ লক্ষ ৭৫ হাজার ৩’শ ৪১টি। প্রাপ্ত ভোটের মধ্যে সাদ্দাম হোসেন পাভেল কাঁচি প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ৩৯,৩২১ ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মার্জিয়া সুলতানা ঈগল প্রতীকে পেয়েছেন ২৫,২০৫ টি ভোট।
ভোটারদের মতে এ নির্বাচনী ফলাফলে কেন্দ্রীয় যুবলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী সাদ্দাম হোসেন পাভেল কাচি প্রতীকে এলাকার মানুষের ভালবাসার অবদান বিশাল ভোটের ব্যবধানে বেসরকারিভাবে নির্বাচিত হন।
সোমবার দিনব্যাপী নবনির্বাচিত এমপি সাদ্দাম হোসেন পাভেলকে ফুলের মালায় ভূষিত করেন এলাকার জনগণ। এসময় তিনি বলেন এ ভালবাসার ঋণ হয়তো শোধ করতে পারবো না। তবে আপনাদের সহযোগীতা চাই এলাকার উন্নয়নের পাশাপাশি একজন সেবক হয়ে সকলের পাশে থাকাবো ইনশাআল্লাহ।