নেত্রকোণায় বাংলা নববর্ষ ১৪৩০ পালিত
জাহাঙ্গীর আলম,নেত্রকোনা :
মুছে যাক গ্লানি ঘুচে যাক জরা,অগ্নি স্নানে শুচি হোক ধরা এই প্রদিপ্রাদকে সামনে রেখে, জেলা প্রশাসনের আয়োজনে বিসিকের সহযোগিতায় নেত্রকোণায় বাংলা নববর্ষ ১৪৩০ বর্ষবরণ মেলা উদযাপিত হচ্ছে।
আজ শুক্রবার সকাল ৯ টায় মোক্তারপাড়া মুক্তমঞ্চ থেকে মঙ্গল শোভা যাত্রা নিয়ে পুরাতন কালেক্টর মাঠে এসে মেলা উদ্ধোধন করেন জেলা প্রসাশক অঞ্জনা খান মজলিশ।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য হাবিবা রহমান খান শেফালী,পুলিশ সুপার মোঃ ফয়েজ আহম্মেদ, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল,
পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান সহ বিভিন্ন সামিজিক সাংস্কৃতিক সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।