নেত্রকোণায় শাণিত চেতনায় মহান মে দিবস পালিত
জাহাঙ্গীর আলম, নেত্রকোনা:
দিবসটি পালনে জেলা প্রশাসন, জেলা মোটর যান শ্রমিক ইউনিয়ন, জাতীয় শ্রমিক লীগ, শ্রমিকদলসহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন নানা কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে রয়েছে, র্যালী, আলোচনা সভা ছাড়াও নানা আয়োজন।
সকালে শহরের মোক্তারপাড়া মাঠ থেকে জেলা প্রশাসনের আয়োজনে বের হয় সম্মিলিত র্যালী। এসময় র্যালীতে জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, জেলা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।
এদিকে দিবসটি উযদাপন উপলক্ষ্যে জেলা বিএনপির আহ্বায়ক ডাঃ আনোয়ারুল হকের নেতৃত্বে কুরপাড় থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক এড. মাহফুজুর রহমান, শ্রমিকদল সভাপতি আকিকুর রেজা খান,আরিফুর রহমান রিপনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।