নেত্রকোণায় জমি দখলের পায়তারার অভিযোগে সাংবাদিকের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবারের সদস্যরা
নিজস্ব প্রতিবেদক:
নেত্রকোণা পৌর শহরের বলাইনগুয়া এলাকায় জমি দখলের পায়তারার অভিযোগে সাংবাদিক চন্দন চক্রবর্তীর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী বিমল চন্দ্র সরকার ও তার পরিবারের সদস্যরা।
বুধবার ১১ই সেপ্টেম্বর ২০২৪ নেত্রকোণা পৌর শহরের বলাইনগুয়া এলাকায় বিমল চন্দ্র সরকারের বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ।
সংবাদ সম্মেলন ভুক্তভোগীরা অভিযোগ করেন যে ১৯৯৩ সালে শ্রী বিনোদ চন্দ্র সরকার বিলগুজাবগী মৌজায় সাফ কাওলা মূলে ১.৬ একর ফসলী জমি ক্রয় করে সাংবাদিক চন্দন চক্রবর্তীর পিতা কামাক্ষ্যা চক্রবর্তী ও তার ভাইদের কাছ থেকে। এবং জমি ক্রয়ের পর থেকেই তারা সেই জমি ভোগদখল করে আসতেছে।
কিন্তু বর্তমানে কথিত সাংবাদিক তার বাবা ও চাচাদের বিক্রয়কৃত জায়গা দখলের উদ্দেশ্যে বিগত ৯সেপ্টেম্বর দুপুরে জমিতে প্রবেশ করে এবং বলাবলি করেন যে তার পিতা ও চাচারা এই জায়গা বিক্রি করেন নাই।দখল সত্ব-ভোগীরা জাল দলিল সৃজন করে তা ভোগদখল করে আসতেছে। এবং তিনি এই জমি ভুক্তভোগীদের কাছ থেকে উদ্ধার করবেন এবং দখলে নিবেন।