বিলাল হুসাইন,চিফ রিপোর্টার:
ভোরের হাওয়ায় উদ্বোধনের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তির দিন সূর্যোদয় থেকে পহেলা বৈশাখ সূর্যোদয় পর্যন্ত নেত্রকোনার কেন্দুয়া উপজেলার আঙ্গারোয়া গ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে খনার মেলা। দিনরাত ব্যাপি এই আয়োজনে থাকছে গান, কবিতা, বাউল গান, কিচ্ছাপালা, গাইন গীত, শ্লোক, খনার কৃষি, স্বাস্থ্য, পরিবেশ, জীবন আর জ্যোতির্বিদ্যা নিয়ে বিশেষ আলোচনা।
সারা দিনরাত ব্যাপি আয়োজিত এই মেলায় গান পরিবেশন করবেন প্রখ্যাত বাউল সুনীল কর্মকার, প্রবীণ কৃষক বাউল মিয়া হোসেন ও শেফালি গায়েন। এছাড়াও আরো থাকবেন, শিল্পী কফিল আহমেদ, কৃষ্ণকলি ও তার দল, সংগঠন সমগীত, ব্যান্ড সহজিয়া, চিৎকার, মুসা কলিম মুকুল, ফকির সাহেব, কুয়াশা মূর্খ, নূপুর সুলতানা, মঙ্গলঘরের শিল্পী কৃষক দুদু কাঞ্চন, দুলাল চিশতি, তরুন শিল্পী ফয়সল, উদয়, সুমন, হৃদয় সহ আরও অনেকে। এছাড়া, উপস্থিত দর্শক-শ্রোতার অংশগ্রহনে খনার বিশেষ প্রতিপাদ্য নিয়ে আলোচনা করবেন প্রথিতযশা কবি, শিল্পী, লেখক, গবেষক ও সংস্কৃতি সংগঠকগন।
পুরো আয়োজনের সার্বিক সহযোগিতায় রয়েছে এলাকাবাসী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও মিডিয়া কম্যুনিকেশন প্রতিষ্ঠান কুল এক্সপোজার।
উক্ত অনুষ্ঠানে আপনার স্বনামধন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে একজন প্রতিবেদক ও আলোকচিত্র/ভিডিওচিত্র গ্রাহক পাঠালে বিশেষভাবে কৃতজ্ঞ থাকবো।