নেত্রকোনা জেলা বিএনপির লিফলেট বিতরণ ও মিছিল
জাহাঙ্গীর আলম,( নেত্রকোনা ) প্রতিনিধি :
নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের জনমত তৈরির লক্ষ্যে নেত্রকোনায় লিফলেট বিতরণ ও মিছিল করেছে নেত্রকোনা জেলা বিএনপি।শনিবার সকালে নেত্রকোনা জেলা সদরের মদনপুর বাজার এলাকায় একর্মসূচী পালন করে বিএনপিসহ এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠন।
এসময় জেলা বিএনপির আহবায়ক অধ্যাপক ডাঃ মোঃ আনোয়ারুল হক, যুগ্ম আহবায়ক তাজেজুল ইসলাম ফারাস সুজাত, যুগ্ম আহবায়ক বজলুর রহমান পাঠান, সদস্য ফরিদ আহমেদ ফকিরসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।কর্মসূচীতে একদফা দাবী আদায় ও নির্বাচন বন্ধে স্লোগান দেন নেতাকর্মীরা।