নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টার সাথে বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূতের সাক্ষাৎ-
আলী আহসাদ রবি
ঢাকা, ৩০ অগ্রহায়ণ (১৫ ডিসেম্বর ২০২৪)
শ্রম শিল্পের উন্নতি ও সংস্কারের উদ্দ্যেগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন
নৌপরিবহন এবং শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এম সাখাওয়াত হোসেন এর সাথে সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত সুইডেনের মান্যবর রাষ্ট্রদূত HE Mr Nicolas Weeks
সাক্ষাৎকালে উপদেষ্টা বলেন, শ্রম খাতে স্বচ্ছতা, সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য দৃঢ় অঙ্গীকারসহ শ্রম শিল্পের উন্নতি ও সংস্কারের উদ্দ্যেগ গ্রহণ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। এ সময় তাঁরা বাংলাদেশের শ্রম পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপদেষ্টা আরো বলেন, আমাদের দেশ এখন কর্মক্ষেত্রে উন্নত শ্রম পরিবেশ নিশ্চিত করার লক্ষ্যে একটি রূপান্তর প্রক্রিয়ার মধ্য দিয়ে যাচ্ছে। এ লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকার ইতোমধ্যে বিভিন্ন সেক্টরে সংস্কার কমিশন গঠন করেছে, যার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রম সংস্কার কমিশন।
শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় ইতোমধ্যে আইএলও এবং ইউরোপীয় ইউনিয়ন এর সাথে কয়েকটি বৈঠক করেছে। বৈঠকে আইএলও প্রতিনিধিবৃন্দদের আশ্বস্ত করেন
যে, আমরা ত্রিপক্ষীয় পরামর্শমূলক কাউন্সিল এবং আরএমজি সাথে জাতীয় এবং সেক্টরাল পর্যায়ে ত্রিপক্ষীয় সামাজিক সংলাপ প্ল্যাটফর্মগুলিকে পুনরুজ্জীবিত করার জন্য অঙ্গীকারবদ্ধ।
পোশাক শিল্পের শ্রমিকদের বাৎসরিক ইনক্রিমেন্ট ৫% থেকে বৃদ্ধি করে ৯% নির্ধারণ করা হয়েছে। শ্রমিক এবং মালিকপক্ষের প্রতিনিধিরা যৌথভাবে একমত হয়ে এ সিদ্ধান্ত গ্রহন করেছেন।
যা ১ ডিসেম্বর ২০২৪ থেকে কার্যকর হয়েছে বলে উপদেষ্টা সুইডেনের রাষ্ট্রদূতকে অবহিত করেন।
এছাড়াও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব এএইচএম শফিকুজ্জামান জানান চলতি বছরের সেপ্টেম্বরে শ্রমিকদের উত্থাপিত ১৮ দফা দাবি মেটাতে ও আন্তর্জাতিক মানের সঙ্গে সামঞ্জস্য করতে আগামী বছরের মার্চের মধ্যে শ্রম আইন সংশোধন হবে।
সাক্ষাৎকালে সুইডেনের রাষ্ট্রদূত শ্রম আইন সংশোধনে ন্যাশনাল অ্যাকশন প্লান, নারী শ্রমিকদের কর্মক্ষেত্রে হয়রানী বন্ধে ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা করেন।
সাক্ষাৎকালে সুইডেন দূতাবাসের এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।